২২ মাচ বাগাতিপাড়া উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন ৪১তম প্রতিষ্ঠা বাষিকীতে পুরস্কার বিতরণ, মিলাস-দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন হয়। নাটোর জেলার আওতাধীন প্রতিটি উপজেলায় মসজিদভিওিক শিশু ও গণশিক্ষা কাযক্রমের শিক্ষক, শিক্ষাথী, ওলামায়ে কিরামগণ নিয়ে প্রতিটি ইউনিয়ন পযায়ে শিশুকে আল কোরয়ান এর সম্পন্ন শিক্ষার মাধ্যেমে পেতিটি শিশুকে সম্পন্ন জ্ঞান-পৌছে দাওয়ার লক্ষ্যে আজ থেকে ৪১বরছ আগে ইসলামিক ফাউন্ডেশন এর কাজ শুরু করেন শেখ মুজিবুর রহমান। আজ বাগাতিপাড়া উপজেলায় পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেয়র - মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মোঃ নূরুল ইসলাম ঠান্ঠু এবং ইসলামিক ফাউন্ডেশনে পুরস্কার বিতরণের দোয়া করেন- মোঃ আনোয়ার হোসেন।
Powered By Bagatipara.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য লিখুন