বিস্তারিতঃ
১৯শে মার্চ , জামনগর ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনালে মুখোমুখি হয়, বয়লারঘোপ ক্রিকেট একাদশ এবং শাহপারা। খেলায় সভাপতিত্ব করেন জামনগর ২নং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস আরো উপস্থিত ছিলেন সাবেক ছাএ লীগের নেতা এনামুল হক এবং জামনগর জাতীয় ইউনিয়নের সভাপতি আজিজুল হক। মাচ শুরু হয় বিকেল ৩টায়। বয়লারঘোপ টস এ জিতে ফিল্ডিং করার চিন্তা নেয়। শাহপার ব্যাটিং এ ১৪ ওভারে ৮৬ রানে অল আউট হয়। শাহপারার ব্যাটিং এ হিমু ৩০ রান করে এবং মাসুদ ৩ উইকেট নেয়। বয়লারঘোপ ১৩ ওভারের মধ্যেই জিতে যায়। ৫ উইকেট বয়লার ঘোপ এর পক্ষে সর্বোচ্চ উইকেট অধিনায়ক রাসেল ৩ টি , ম্যাচ সেরা হন নাইম ২৫ রান করে।
Powered By Bagatipara.com Your only & one online News Media
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য লিখুন