বাগাতিপাড়ায় মানব বন্ধন তনু হত্যাকারীদের শাস্তির দাবিতে....

বাগাতিপাড়া উপজেলায় তনু হত্যাকারীদের গ্রেফতার  ওদিষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন হলো আজ ৩০ শে মাচ। বিহারকোল বাজারে দুপুর ১টার সময়, বাগাতিপাড়া মডেলপাইলট উচ্চ বিদ্যালয় ও বাগাতিপাড়া  বালিকা উচ্চ বিদ্যালয় এর সকল ছাএ - ছাএিরা সহ শিক্ষক, শিক্ষিকা ও বাংলাদেশ আওয়ামী ছাএলীগের নেতা - কমিরা মানব বন্ধন করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাএী সোহাগী জাহান তনু।
 বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালিদ হোসেন লিটন মানব বন্ধনে অংশ গ্রহণ করেন। আরোও বাগতিপাড়া পাইলট স্কুল ও বাগাতিপাড়া বালিকা স্কুলের সকল শিক্ষক, শিক্ষিকা  উপস্থিত ছিলেন, মানব বন্ধনে আরোও  উপস্থিত ছিলেন বাগাতিপাড়া ছাএলীগের থানা সভাপতি মোঃ তৌফিকুর রহমান শ্রাবণ সহ, আরোও ছাএলীগের নেতা কমিরা উপস্থিত ছিলেন। মোঃ খালিদ হোসেন লিটন মানব বন্ধনে, দেশকে সচেতন ও অপরাদ কারীদের শাস্তির দাবিতে অনেক কথা বলেন।  বাগাতিপাড়ার জনগণের তনু হত্যার মানব বন্ধনে একটাই দাবি অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।

৪টি মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন