পয়লা বৈশাখ উৎযাপন বিরাট রালি বাগাতিপাড়া উপজেলায়

( পহেলা বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ )
আজ সকাল ৯:০০ টায় বাগাতিপাড়া উপজেলায়, পাইলট মাঠপ্রাঙ্গন হতে বিহারকোল বাজার থেকে  বের হয়। রালি-তে চাকরিজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদরা, সাধারণ জনগণ সহ ছাএ - ছাএীরা অংশ নেয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বাগাতিপাড়া আওয়ামীলীগের থানা সভাপতি অধ্যাপক আবুল হোসেন। সাধারণ জনগণের অঢোল ভীড় হয় রালীতে।

পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বাংলা সনের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ । দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের
সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই  উৎসবে অংশ নিয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত। [১] গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ই এপ্রিল অথবা ১৫ই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। আধুনিক বা প্রাচীন যে কোন পঞ্জিকাতেই এই বিষয়ে মিল রয়েছে। বাংলাদেশে প্রতি বছর ১৪ই এপ্রিল এই
উৎসব পালিত হয়। বাংলা একাডেমী কর্তৃক নির্ধারিত আধুনিক পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয়। বাংলা দিনপঞ্জীর সাথে হিজরী এবং খ্রিস্টীয়
সনের মৌলিক পার্থক্য হলো হিজরী সন চাঁদের হিসাবে এবং খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড 
অনুযায়ী নির্ধারিত হয়। এ কারণে হিজরী সনে নতুন তারিখ শুরু হয় সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দৃশ্যমান
হওয়ার পর আর খ্রিস্টীয় সনে নতুন দিন শুর হয় ইউটিসি ±০০:০০ অনুযায়ী। পহেলা বৈশাখ রাত ১২ টা থেকে শুরু
না সূর্যোদয় থেকে শুরু এ নিয়ে ভিন্নমত রয়েছে, ঐতিহ্যগত ভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনার
রীতি থাকলেও ১৪০২ সালের ১ বৈশাখ থেকে বাংলা একাডেমী এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত ১২.০০টায় দিন গণনা শুরুর নিয়ম চালু করে।



চিত্রঃ পহেলা বৈশাখে বাগাতিপাড়া
ক্যামেরা : সোহানুর রাহমান 


All Rights Reserved By SharkerZone Team. Powered by Bagatipara.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য লিখুন