জামনগর প্রতিবেদকঃ
বিস্তারিত ঃ
চাঁদা না দেয়ার কারনে বন্ধ হয়ে গেছে বাগাতিপাড়ার জামনগরের বিড়ির ফ্যাক্টরি ।
জামনগর এর বয়লার ঘোপে আবস্থিত মনমোহন বিড়ির ফ্যাক্টরি । এর মালিক মোঃ আনিছ উদ্দিন । জানা যায় তার ফ্যাক্টরি টি তিনি মোঃ আলতাদ হোসেন এর জমির উপর তৈরি করেন । বিড়ি বাজার জাত ও বিক্রি না হওয়াতে তিনি সেটার উপর কোন গুরুত্ব দেন নি । শ্রমিক অসনতুষ্টির কারনে ও কাজের অগ্রগতির জন্য প্রায় ৭-৮ বন্ধ থাকে ফ্যাক্টরি টি ।
কিছুদিন পর মালিক শ্রমিক বোঝাপড়া তে নতুন করে ফ্যাক্টরি টি চালু করার প্রস্তাব গ্রহন করা হয় ।
কিন্তু ফ্যাক্টরি টি নতুন করে চালু করতে গেলে সেখানে প্রায় ৩০ জন চাঁদা দাবি করে । চাঁদা দিতে অপরাগ হওয়াতে প্রায় ১ মাস ধরে বন্ধ এই ফ্যাক্টরিটি।
, Powered By : www.bagatipara.com বাগাতিপাড়ার প্রথম অনলাইন পত্রিকা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য লিখুন