শিক্ষিকার হাতে মাদ্রাসার ৪২ ছাত্রী নির্যাতিত

বাগাতিপাড়ায় শিক্ষিকার হাতে মাদ্রাসার ৪২ ছাত্রী নির্যাতিত


শিক্ষিকার হাতে মাদ্রাসার ৪২ ছাত্রী নির্যাতিত

নাটোরের বাগাতিপাড়ার পেড়াবাড়িযা দাখিল মাদরাসার এক শিক্ষার্থীর টাকা চুরির ঘটনায় ৪২জন ছাত্রীকে বেত্রাঘাত করা হয়েছে। এই ঘটনায় বিক্ষোভ মিছিল ও মাদ্রসা ঘেড়াও করে শিক্ষার্থীরা ও এলাকাবাসী। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস ও সুপার শামসুল আরেফিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, পেড়াবাড়িয়া দাখিল মাদরাসার নবম শ্রেণীর শিমলা খাতুন নামের এক ছাত্রীর শনিবার কমন রুমে রাখা বইয়ের মধ্যে ১২৫ টাকা চুরি হয়। এই ঘটনায় শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস কমন রুমর দরজা আটকে রেখে ৪২ জন শিক্ষার্থীর বোরকা খুলে দেহ তল্লাশি চালান। এরপরও কারো কাছে না পেয়ে মাদরাসার অষ্টম থেকে দশম শ্রেণীর ৪২ জন ছাত্রীকে বেত্রাঘাত করে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস।এছাড়া বোরখা খুলে এক রুম থেকে আরেক রুমে ছাত্রীদের নিয়ে যান তিনি।
পেড়াবাড়িযা দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি নূর ইসলাম সান্টু জানান, এই ঘটনায় রোববার দুপুরে বিক্ষোভ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। এর প্রেক্ষিতে মাদ্রাসা পরিচালনা কমিটি জরুরী বৈঠকে বসে। পরিচালনা কমিটি অভিযুক্ত শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস ও সুপার শামসুল আরেফিনকে সাময়িক বরখাস্ত করে। পাশপাশি মাদরাসার সহকারী সুপার আফজাল হোসেনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য লিখুন