২১ শে বই মেলার শুভ উদ্বোধন


২১ ফেব্রুয়ারী বই মেলার শুভ উদ্বোধন হল আজ ১৯শে ফেব্রুয়ারি ২০১৬ সাল শক্রবার বিকেলে। শুভ উদ্বোধন করেন নাটোর-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবুল কালাম আজাদ এমপি প্রধান অতিথি। আরো উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বাগাতিপাড়া আওয়ামীলীগের থানা সভাপতি, অধ্যাপক মো: আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো: সেকেন্দার রহমান। আরো উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া থানা ছাএলীগের সভাপতি মোঃ তৌফিকুর রহমান শ্রাবণ ও বাগাতিপাড়ার পাইলট স্কুলের, প্রধান শিক্ষক মো: খালিদ হোসেন লিটন - সহ বাগাতিপাড়ার আওয়ামীলীগের নেতা কমীরা। বিকেল বেলায় মেলা শুভ উদ্বোধন করেন এড.আবুল কালাম আজাদ এমপি, তিনি মেলায় বই বিতরণ করেন সন্ধ্যা ৭পরে। ৫দিন বাপি বই মমেলাটি চলবে। বিগত বছরের থেকে এবারের ২১শে ফেব্রুয়ারির, বই মেলাটি আরো ভরপুর হয়ে উঠেছে। এবার প্রায় চাষ্টল গুলোই বুক হয়ে গাছে। বাগাতিপাড়ার শুভ বই মেলা বিকেলের দিকে এক রকম চিএ হয়ে থাকে - সন্ধার পরে আরেক রকমের চিএতে বণিত নেয়। সন্ধ্যা পরে সাংস্কৃতিক অনুষ্টান। বই মেলাকে আরো উৎজাপিত করার জন্য সাহায্য কুপন।


ফটো গালারিঃ

 
...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য লিখুন