বাগাতিপাড়ায় শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি


বাগাতিপাড়ায় শিক্ষক নিয়োগে চলছে দুর্নীতি । লেখাপড়ার সাথে অতপ্রতর ভাবে জড়িত হল শিক্ষক । সেই শিক্ষা ক্ষেত্রে চলছে অবাধে দুর্নীতি । প্রশাসন জানার পরেও কোন পদক্ষেপ নেই । আর নেবেই বা কেন ? 
একটা নিয়োগ পেলেই তো বসে বসেই টাকা ( বি.দ্রঃ আমি সবাইকে খারাপ বলি নাই ) । 

গত বছর জিগরী উচ্চ বিদ্যালয়ে  ৩ টা শিক্ষক নিয়োগ করা হয় । তাদের কাছ থেকে নেয়া হয় ১০ লক্ষ টাকা ( জনপ্রতি )  । নুরপুর মালাঞ্চি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগেও প্রায় ১০ লক্ষ করে নেয়া হয় । 
আবার অনেকেই নিয়োগ দেয়ার কথা বলে আগেই হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা । 

সব মানলাম টাকা নিক আমার  কোন আপত্তি নাই কিন্তু আমার আপত্তি এইখানে যে আমার ভাই বোনেরা কি শিখতেছে ? 
তাদের মন থাকে কিভাবে ১০ লক্ষ টাকা তারা তাড়াতাড়ি তুলবে । এই কারনে তারা ক্লাস এ ভালভাবে না পড়িয়ে  প্রাইভেট পড়তে বলে । এবং আমরাও তাই করতেছি প্রতিমাসে ৩০০-৫০০০ পর্যন্ত টাকা দিতেছি ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য লিখুন