অসম্ভব কে সম্ভব করতে আজকে আপনাদের জানাব কিভাবে আপনার Android phone এ Windows install করবেন । এর আগের পোষ্ট এ লিখেছিলাম কিভাবে আপনার Android ফোনে লিনাক্স ইন্সটল করবেন ।
►প্রয়োজনীয় টুল
※ Android os চালিত Smart Phone
※ কম্পিউটার
※ Usb cable ( পিসির সাথে ফোনে Connect করার জন্য)
※ পিসি সফটওয়্যার Change My Software 8 Edition অথবা 7/8.1/10/8/Xp edition
※ উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট কানেকশন
►Downloads
Download Change My Softwere Edition
কাজ পদ্ধতিঃ
১। উপরের সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করেন ।
২। কেবল দিয়ে পিসি তে আপনার ফোনের Connect দিন ।
৩। আপনি কোন টা ইন্সটল করতে চান তা সিলেক্ট করুন । সিলেক্ট করতে Android > Windows 8 । আমি আজ দেখাব জনালা ৮ ইন্সটল প্রসেস । তাই উইন্ডোজ ৮ সিলেক্ট করলাম । তার পর continue এ ক্লিক করুন ।
৪। আপনার Android Back-up করতে চান কিনা আস্ক করবে । Back-up করে রাখাই ভাল।
৫। তার পর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন । আপনার windows ও Driver ডাউনলোড শুরু হয়ে যাবে । কিছুক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত windows ও Driver ডাউনলোড শেষ না হয়।
৬। ডাউনলোড কমপ্লিট হলে ইন্সটল বাটন এ ক্লিক করুন । অপেক্ষা করুন ইন্সটল শেষ না হওা পর্যন্ত ।
৭। ইন্সটল কমপ্লিট হলে রিবুট দেন ।
৮। ওপেন হলে আপনার অপারেটিং সিলেক্ট করুন । যেইটা ব্যবহার করতে চান ।
৯। তার পর Windows select করেন । কিছুক্ষণ সময় নিবে লগিন হতে ।
Enjoy Windows on Android ……
১। উপরের সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য লিখুন